¡Sorpréndeme!

২৫ টাকা বেতনের হোটেল বয় এখন মালিক | Jagonews24.com

2021-06-15 0 Dailymotion

অভাবের সংসারে পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। তাই ২২ বছর আগে বাবা-মায়ের ওপর অভিমান করে স্ত্রী-সন্তান নিয়ে নওগাঁয় চলে আসেন আলী আজগর হোসেন। এরপর শহরের বালুডাঙা বাসস্ট্যান্ডে ২৫ টাকা বেতনে হোটেলে কাজ শুরু করেন। আজ সেই হোটেল বয় হাজী নজিপুর হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজের মালিক। পরিশ্রম ও সাধনা তাকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছে।

আলী আজগর হোসেনের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার মহেষচন্দ্রপুর গ্রামে। তবে এখন তিনি জমি কিনে নওগাঁ শহরের চকরামচন্দ্র মহল্লায় সপরিবারে বসবাস করছেন।

নিউজটি পড়তে ক্লিক করুন-
https://www.jagonews24.com/country/news/544258